নিজেস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে "আমার বাজারে অসহায়ের ভাগ" কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৪ মে) সকালে পৌর শহরের পূর্ব বাজারে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম।
কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শাখার আমির মাওলানা মোঃ জাকির হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে বাজারের একপাশে ঝুড়ি স্থাপন করা হয় এবং সামর্থ অনুযায়ী সকলকে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আহবান জানানো হয়।
কর্মসূচির উদ্বোধন করে অধ্যাপক শাহ আলম বলেন,"আপনার ক্রয়কৃত পণ্য থেকে সামর্থ্য অনুযায়ী এই ঝুড়িতে রেখে যান, এবং অস্বচ্ছল ব্যক্তিরা এই ঝুড়ি থেকে প্রয়োজন অনুযায়ী নিন।"
তিনি আরও বলেন, "নতুন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।"