প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ ময়না বেগম হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ এনামুল হক আরিফ
ব্যুরো চিফ, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে গৃহবধূ ময়না বেগম হত্যার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছে। শনিবার সন্ধ্যায় পুথাই বাজারে এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।

প্রবাসী মানিক মিয়ার স্ত্রী ময়না বেগমকে ৭ এপ্রিল গভীর রাতে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয়। জমি সংক্রান্ত পুরোনো বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরে মানিক মিয়ার সৎ ভাই ও তাদের পরিবারের সদস্যরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় লুটপাটের পাশাপাশি তার সন্তানদের ওপরও অমানবিক নির্যাতন চালানো হয়।

ময়না বেগমের স্বামী মানিক মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৮, তারিখ ৭ এপ্রিল ২০২৫। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহ আলম, রুহুল আমিন, মাহফুজ মিয়া, রাব্বি মিয়া, জুয়েল মিয়া, টুনি বেগম ও রোজিনা বেগম।

মানিক মিয়ার দাবি, অভিযুক্তদের আত্মীয়রা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তার পরিবারকে নির্যাতন করে আসছে। এমনকি মামলার পরেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। গ্রামবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়