মাসুম বিল্লাহঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার রাজ্জাক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়।
আজ রোববার রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
ব্যারিস্টার রাজ্জাক ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করেন। একই বছর ১৮ ডিসেম্বর তিনি দেশ ছাড়েন। পরবর্তীতে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডনে অবস্থানকালে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্রে তিনি দলটির সংস্কারের অভাব এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন—যা সে সময় জামায়াতের অভ্যন্তরে আলোড়ন তোলে।
রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ১১ বছর পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন।