প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলাচিপায় ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়া দান কর্মসূচির মাঠ মহড়া

মাইদুল হক মিকুঃ 

পটুয়াখালী জেলাধীন গলাচিপা পৌরসভার ফেরিঘাট সংলগ্ন মিনি স্টেডিয়ামের মাঠে (৫ মে) রোববার ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠ মহড়া আয়োজন করেন বেসরকারি এনজিও সুশীলন। 

অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও বাস্তবায়নে সুশীলন। এ অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  সময়ে করনীয় কাজ সম্পর্কে অভিনয়ের মাধ্যমে উপকূলীয় সাধারন মানুষকে সচেতন করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা  উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, সুশীলন সংস্থার আগাম প্রস্তুতি ও সামাজিক সুরক্ষা প্রকল্পের খালিদ মাহমুদ, উপজেলা  কো-অর্ডিনেটর শাহ-আলম, রেজাউল কবির। ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর আপরোজা খাতুন, মোঃ আরাফাত হোসেন  প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ আরো অনেকে। 
সচেতন মূলক মাঠ মহড়া দেখতে আসা এলাকাবাসী বলেন, এমন মহড়া আয়োজন করায় কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তারা আরো বলেন, এই মাঠ মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  সময়  করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই প্রতি বছর এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক।

সুশীলনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পটি গলাচিপা  উপজেলার আরও অনেক  ইউনিয়নে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে তারা এবং এই মহড়া পর্যায়ক্রমে চলবে। #

  • সর্বশেষ
  • জনপ্রিয়