প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আরমান উদ্দিন 
উপজেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি ভাড়া বাসা থেকে আরাফাত(১৮) নামের এক যুবকের লাশ রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মোহাম্মদ কাইসার ড্রাইভারের ছেলে।

সোমবার (০৫) মে সন্ধ্যা ০৬টার দিকে উপজেলার কালাবিবির দীঘি রাজু কলোনির একটি বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা মোহাম্মদ কায়সার জানান,এক বছর আমাদের একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।তার একটা ৪০ দিনের বাচ্ছা সন্তান রয়েছে।সে এখানে যে বাসা নিয়েছে সেটা আমরা জানি না।এখন জানতে পারলাম সে একটি বাসায় আত্মহত্যা করেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান,কালাবিবির দীঘীর মোড় এলাকায় একটি কলোনির ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসার ভিতর থেকে দরজা বন্ধ, রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে থাকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়