প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে মধ্য জাফলং এ মানববন্ধন

মোশারফ হোসেনঃ গোয়াইনঘাট 

  
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের ফরমাশি রায় বাতিল ও মুক্তির দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এক বিশাল  মানববন্ধন ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  ৬ ই মে মঙ্গলবার বিকালে রাধানগর বাজারে সাইদুর রহমানের সভাপতিত্বে ও ড. নুর মোহাম্মদ খাঁন এবং   আবুল কালাম আজাদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার,আব্দুল মালিক লিটনের বাবা আব্দুস শহীদ মিয়া,লিটন মুক্তি পরিষদের আহবায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ,মধ্য জাফলং ছাত্র দলের সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটনকে  ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর, ১ কেজি হিরোইনসহ আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আব্দুল মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।
মানববন্ধনে বক্তারা লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের কাছে দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়