প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপাকে ৯ পরিবার

নোয়াখালীর কবিরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধে বাড়ির চলাচলের পথ বন্ধ

জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর কবির হাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৯ টি পরিবারের চলাচলের পথ বন্ধ করেছেন একই ইউনিয়নের রুস্তম আলী ব্যাপারী বাড়ির মৃত ওবায়দুল হক ও দাউদুল হকের সন্তানেরা।

তথ্য সুত্রে জানা যায়,  রুস্তম আলী ব্যাপারী বাড়ির পারিবারিক রাস্তাটি দীর্ঘ ২০০ বছর ধরে একই বাড়ির সবাই ব্যবহার করে আসছে। নির্দিষ্ট এই জায়গাটির পরিমাণ হচ্ছে ০.৫৫ শতক। যাহা কারো মালিকানা ভুক্ত নয়। সকলের পক্ষ থেকে এই রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, পেশী শক্তির বলে নয়টি পরিবারকে  গৃহবন্দী করার লক্ষ্যে যাতায়াতের পথে বাঁশের খুঁটি দিয়ে বেরিকেট দেয়। যার ফলে নয়টি পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সমাজপতি মোঃ নূরনবী বলেন, বাড়ির চলাচলের পথে বেরিকেট দেওয়ার বিষয়টি আমি শুনিনি। এদের জায়গা জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা সামাজিকভাবে অনেকবার শালিস দরবার করেছি। মাবুদুলের পরিবারের লোকজন না মানায় বিষয়টি এখনো সমাধানে আসেনি। 

স্থানীয় ইউপি সদস্য মুকুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মুম্বাই থেকে এক লোকের মাধ্যমে প্রবাসী মিজানের বাড়ির চলাচলের পথে বেরিকেট দেওয়ার ঘটনাটি শুনেছি। এর আগে মাবুদুলের স্বজনরা চলাচলের রাস্তা বন্ধ করে দিলে আমরা সামাজিকভাবে বেরিকেটটি খুলে দেই। 

এ বিষয়ে জানতে চাইলে চাইলে অভিযুক্ত নাসির বলেন, গত কিছুদিন আগে মিজানের পরিবার আমাদের চলাচলের পথ বন্ধ করে দেয়ায় আমরা তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছি। 

ভুক্তভোগী পরিবারের সদস্য শফিকুল ইসলাম বলেন, নাসির গংদের চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও তাদের ঘরের পাশে আমাদের একটি বাগান থাকায় তাদের ছেলে মেয়েরা আমাদের বাগান দিয়ে চলাচলের ফলে বাগানের গাছগাছালি বিনষ্ট করায় আমরা আমাদের বাগানে চলাচলের পথ বন্ধ করে দিয়েছি। এর ফলে তারা আমাদের নয়টি পরিবারের চলাচলের মূল পথ অবরুদ্ধ করে বেরিকেট দিয়েছে। পথ অবরুদ্ধ করে তারা ক্ষ্যান্ত হয়নি, সোমবার দিবাগত রাত সাড়ে সাতটায় তারা আমাদের বসতঘরে ইটপাটকেল ছুঁড়ে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। যাহার ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুষ্ঠু বিচারের আশায় আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়