প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ব্যাবসায়ীর ৬টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজুল ইসলাম। 
জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন আড়িয়ল বাজারে ৫ ব্যাবসায়ীর ৬ টি দোকান পুড়ে
প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার (৭ মে) রাত ২টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ভোররাত ২টার দিকে আগুন জ্বলতে দেখে বাজারের পাহাড়াদার ও প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা চালক বিজয়নগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে দুটি মুদিমালের দোকান, দুটি মিস্টির দোকান ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


এ বিষয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ ওয়াসি আজাদ জানান, একজন সিএনজি ড্রাইভারের মাধ্যমে রাত ২টা ১৮ মিনিটে খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট ১ ঘন্টা ৩৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎপত্তি বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা হার্ডওয়ার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ