বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা :
নাসিরনগর থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ০৭ মে শতশত গ্রামবাসী মানববন্ধন করেছে নিজ গ্রামের প্রবেশ পথে । মামলাটিকে উদ্দেশ্য প্রানোদিত ও মিথ্যা বলে অভিহিত করেছেন মানবন্ধনের বক্তারা।
ঘটনাটি ঘটেছে উপজেলার চাপরতলা গ্রামে।গত ২৬.০৪.২৫ তারিখে স্বর্ন ব্যাবসায়ী কালিমোহন দেবনাথ সিএনজি অটোরিক্সা যোগে নাসিরনগর সদর থেকে বাড়ি যাওয়ার পথে সন্ধা আনুমানিক ৭.৩০ সময়ে দুস্কৃতিকারীদের আক্রমনের শিকার হয়ে নাসিরনগর ও ব্রাহ্মনবাড়িয়ায় চিকিৎসা নেন ।গত ০৫.০৫.২৫ তারিখে নিজ গ্রামেরই মো:বারাম খা (৬০), সাদ্দাম হোসেন(৩৫),আ: মান্নান মিয়া(৫০),ছৈয়দুল মিয়া (৪২), আব্দুল ছালাম (৪৫), এবং জজ মিয়া (৩০) নামে ০৬জন বিভিন্ন পেশাজীবি ও রাজনীতি সংস্লিষ্ট ব্যাক্তিকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামালা দায়ের করেন কালিমোহন। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গ্রামে । ০৭ মে ঘটনাস্থলে ষ্টিলব্রীজের আগে চাপরতলা গ্রামের ২ শতাধিক নারী পুরুষ মিলে মানববন্ধন করেছে মামলাটি প্রত্যাহারের দাবীতে । মানববন্ধনে অংশগ্রনকারী গ্রামবাসী সাম্প্রতিক সময়ে ঘটনাস্থলে ঘটে যাওয়া কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে জানায়, এখানে প্রায়ই চুরি-ডাকাতি হয়, একটি ডাকাতির ঘটনাকে পরিকল্পিতভাবে একটি মহল ফায়দা নেয়ার জন্য গ্রামের কিছু গ্রহনযোগ্য ও পেশাজীবি ব্যাক্তিকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে ।তারা বলেন, মামলায় সিএনজি ড্রাইভার বা আশেপাশের কোন লোককে স্বাক্ষী না রেখে তারই পরিবারভুক্ত কিছু লোক ও গ্রামের অন্ত:কলহে বিবদমান আরেকটি পক্ষের লোকদের স্বাক্ষী করে এই মামলা দায়ের করা হয়েছে । বর্ষিয়ান ব্যাক্তি মিজানুর রহমান বলেন, প্রতিমাসেই এখানে ১/২ টি দুর্ঘটনা ঘটে। হাসপাতালের ডাক্তার হুজুরসহ অনেকেই এখানে ডাকাতির শিকার হয়েছে , রাজনৈতিক কারণে একটি বিশেষ মহলের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছে ।
সাবেক মেম্বার বদরুল মিয়া বলেন, এই স্টিল ব্রীজে প্রায় ই চুরি, ডাকাতি হয় এ বিষয় আইনশৃঙ্খলা বাহিনীও জানে, কালিমহন এর উপর আক্রমণ হয়েছে জানতে পেরেছি কিন্তু উনি যাদের আসামি করেছে তারা ভালো মানুষ । মামলার বাদী কালিমোহনকে সিএনজির অপর একজন যাত্রী ও ড্রাইভারকে স্বাক্ষী না করার কারন জানতে চাইলে বলেন, আমি তাদের চিনতে পারিনি । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম মহোদয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে, কোন অবস্থাতেই নিরপরাধ কোন ব্যাক্তিকে হয়রানী করা হবেনা”। উল্লেখ্য, কালিমোহন দেবনাথের সাথে একটি জায়গা বিষয়কে কেন্দ্র করে গ্রামের ২টি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা ও দ্বন্দ্ব- সংঘাতের ঘটনা চলমান আছে ।