মো:ওসমান গণী, শিবগঞ্জ প্রতিনিধি, বগুড়াঃ
রায়নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এবং মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম এর উপস্থিতিতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ এলাকায় হজরত শাহ্ সুলতান মাহমুদ বলখী ( রাঃ ) এর মাজারে বাৎসরিক ওরস উপলক্ষে মাজারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া।
এ সময় মাজার চত্বরে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা নিষিদ্ধের ব্যাপারে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। পরিস্থিতি পর্যবেক্ষনে মহাস্থানের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা লাগানোর আহবান জানান। এসময় আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া ও অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, বগুড়া উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা তাহেরুল ইসলাম বলেন
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই মেলার পরিবেশ নষ্ট করে দিয়েছে তাই সেই নষ্ট পরিবেশ আমরা সবেমাত্র ফেরানোর চেষ্টা করছি। তবে দীর্ঘদিনের নষ্ট পরিবেশ একদিনে ফেরানো সম্ভব হবে না কথা দিচ্ছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিবেশ ঠিক করব ইনশাআল্লাহ।