প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলায় শ্রেষ্ঠ (ওসির) স্বীকৃতি পেলেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম

ছবিঃ সংগ্রহীত।

তাহের তারেক 

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসির) স্বীকৃতি পেয়েছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম। তৌফিক আজমের বিচক্ষণতা, তৎপরতা, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী , চাঁদাবাজি ,ধর্ষণ, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই এবং সকল প্রকার অপরাধ দমনের ভূমিকা রাখার কারণে শ্রেষ্ঠ (ওসির )স্বীকৃতি পেয়েছেন তৌফিক আজম। 

গত বৃহস্পতিবার ( ৮ মে) মানিকগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৭ টি থানা হইতে নির্বাচিত আগত অফিসারদের এক সংবর্ধনা শেষে তাদের হাতে ক্রেস তুলে দেন পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন। 

এবং সিংগাইর থানার উপ পরিদর্শক পার্থ শেখর ঘোষ কে শ্রেষ্ঠ উদ্ধারকারী হিসেবে পদক প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল শাখায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সহকারী উপ পরিদর্শক আব্দুল জলিল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার গন ।

পুলিশ  নিষ্ঠা আদর্শ সততা এবং স্বচ্ছতার সহিত কাজ করে যাবে বলে  প্রতিজ্ঞা করেন। এবং পুলিশ হবে জনগণের বন্ধু জনগণ হবে পুলিশের বন্ধু পুলিশকে সহযোগিতা করুন বাংলাদেশ পুলিশের সেবা গ্রহণ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়