মহি উদিন সুজন রিপোর্টার নোয়াখালী :
নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি মোহাম্মদ সেলিম।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ আইয়ুব হোসেন বুধবার (৭ মে) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ সেলিমকে সভাপতি এবং মোঃ আলতাফ হোসেনকে বিদ্যুৎশাহী সদস্য নির্বাচিত করেন।
চাটখিল পৌরসভার ছয়ানী টবগার কৃতি সন্তান মোহাম্মদ সেলিম ব্যবসায়ী প্রতিষ্ঠান এ্যাডভান্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থপনা পরিচালক। তিনি সাগুপ্তা সোসাইটির সভাপতি এবং সাগুপ্তা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজধানী শহর ঢাকার ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও বসবাস করলেও তার মন এবং প্রাণ সব সময় চাটখিলে পড়ে থাকে। চাটখিলের গরীব অসহায় মানুষের পাশে তিনি দীর্ঘদিন ধরে রয়েছেন। করোনা মহামারীতে চাটখিলের কর্মহীন গরীব অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন মোহাম্মদ সেলিম। বিগত বন্যার সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আর্থিক ও বিভিন্নভাবে সহায়তা করেছিলেন তিনি।
তার প্রতিষ্ঠিত এ্যাডভান্স টেকনোলজিতে চাটখিলের বহু মানুষ কর্মরত রয়েছেন। চাটখিলের কর্ম প্রত্যাশী যুবকেদের চাটখিলে কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য, মোহাম্মদ সেলিম চাটখিল পৌরসভার ছয়ানী টবগা এলাকায় বিপুল পরিমাণ জায়গা ক্রয় করেছেন। ক্রয়কৃত জায়গায় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে চাটখিলের বহু মানুষ কর্ম করার সুযোগ পাবে।
চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে দৈনিক নয়া বঙ্গবাজারকে দেওয়া এক প্রতিক্রিয়ায়, মোহাম্মদ সেলিম সকলের দোয়া কামনা করেছেন। চাটখিল কামিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
শিল্পপতি মোঃ সেলিম বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তিনি এ্যাডভান্স টেকনোলজি কনসোটিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
তিনি হিসেবে দায়িত্ব পালন করছেন, সাগুফতা প্লট ওনার্স সোসাইটি, পল্লবী মিরপুর, ঢাকা। আরো যেসব সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন এগুলোর মধ্যে রয়েছে, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী সোসাইটি পল্লবী মিরপুর, ঢাকা। সভাপতি সাগুফতা কেন্দ্রীয় জামে মসজিদ পল্লবী মিরপুর ঢাকা, সভাপতি শাহা নেয়ামতপুর জামে মসজিদ দক্ষিণ ছয়ানী টবগা,
চাটখিল পৌরসভা, নোয়াখালী। সহ সভাপতি, ইশাআতুল উলুম মাদ্রাসা, পল্লবী মিরপুর ঢাকা, সাবেক যুগ্ম আহবায়ক চাটখিল পাঁচগাঁও সরকারি মাহবুব কলেজ অ্যলোমনাই এসোসিয়েশন, সাধারণ সম্পাদক সেলটেক মনিহার ফ্লাট মালিক সমিতি মনিপুরি পাড়া ফার্মগেট, সদস্য কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা। ট্রেজারার কনকর্ড সেন্টার ফার্মগেট ঢাকা, ট্রাস্টি বোড সদস্য, আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি, ট্রাস্টি বোড সদস্য, দারুল আরকাম ট্রাস্ট, চাটখিল নোয়াখালী, সদস্য (পরিচালনা পরিষদ) নোয়াখালী সমিতি ঢাকা, সাবেক সদস্য, নোয়াখালী ক্লাব লিমিটেড ঢাকা।