জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার
"সবাই মিলে বাংলা সাজাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "রাইট টক বাংলাদেশ" এর নোয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ এর স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
শুক্রবার (০৯ মে) সকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হল রুমে উক্ত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় নবাগত কমিটির সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম এরশাদ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি জুনায়েদ কামাল। সহ-সভাপতি আব্দুল বাসেদ। সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম এরশাদ। যুগ্ম সাধারণ সম্পাদক, আবু তাহের খোকন। সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম। সহ-সাংগঠনিক আজিজ আহমেদ। অর্থ সম্পাদক, নকিব মোঃ ইব্রাহীম। দপ্তর সম্পাদক, আরিফুল ইসলাম শাহীন। প্রচার সম্পাদক, শাহাদাত আরিফ। সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা নোমান সিদ্দিক। আইন বিষয়ক সম্পাদক, বেল্লাল হোসাইন নাঈম। নারী ও শিশু বিষয়ক সম্পাদক, রিপা আক্তার। শিক্ষা বিষয়ক সম্পাদক, আলী আকবর। মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম। গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, আলা উদ্দিন লিংকন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাঃ মোঃ হাসান। তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফাহিমা শারমিন। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, মাওঃ মতিউর রহমান শাকির। ধর্ম বিষয়ক সম্পাদক, মাওঃ আব্দুল করীম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাহমুদ রকি। পাঠ্যপুস্তক ও পাঠাগার সম্পাদক, মাওলানা আরমান হোসাইন। কার্যকরী সদস্য-১ রাশেদুল ইসলাম। কার্যকরী সদস্য-২ জয়। কার্যকরী সদস্য-৩ কাজী সাজ্জাদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাইট টক বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। সবাই মিলে বাংলা সাজাই স্লোগানে পথ চলা। নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি যে কোনো মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহনের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ সাজাতে বদ্ধপরিকর। এই সংগঠনের প্রত্যেক সদস্য একেকজন স্বেচ্ছাসেবক হয়ে আমরণ কাজ করতে হবে।