প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখাউড়ায় অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে সাংবাদিকদের 'প্রজেক্ট স্বাবলম্বী'  উদ্বোধন 

শামিম আহমেদ, স্টাফ রিপোর্টার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায় সুবিধাবঞ্চিত মানুষে পাশে দাঁড়াতে সাংবাদিকদের আয়োজনে ’প্রজেক্ট স্বাবলম্বী’ নামে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে। এ প্রকল্পের আওতায় অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা হবে। শনিবার (১০ মে) দুপুর ১২টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জি.এম রাশেদুল ইসলাম। 
প্রথম দিনে হালিমা বেগম নামে এক নারীর হাতে তার ভ্রাম্যমাণ হোটেলের পণ্য ও নগদ টাকা তুলে দেওয়া হয়। 
আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি মহিউদ্দিন মিশু সভাপতিত্ব করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, সহ-সভাপতি হারুনূর রশিদ।
আখাউড়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। এসময় আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক জুটন বনিক, সিনিয়র সাংবাদিক সাংবাদিক আনিসুর রহমান, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনায়েদ হোসেন পলক, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, সাংবাদিক শামীম আহমেদ, শেখ মনির হোসেন নিজাম ও ইসমাইল হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়