রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামিলীগ নেতা জার্জিস আলম রতনসহ (৫৪) ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রতন শান্তহার পৌর এলাকার মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে বগুড়ার শেরপুরে পৃথক মামলায় বাবা- ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তারা হলেন- শামসুল হক (৫৪) ও তার ছেলে ছাত্রলীগ কর্মী শাহীন হোসেন(২৫) এবং অপরজন নাহিদ ইসলাম (২৫)। তারা সবাই শেরপুর পৌর এলাকার দুবলাগাড়ীর বাসিন্দা। শেরপুর থানার এস আই তোফাজ্জল হোসেন বলেন,গ্রেপ্তারকৃতদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মোঃ রবিউল ইসলাম সাজু, বগুড়া।