প্রকাশিত : ১২ মে, ২০২৫, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রশংসায় ভাসছেন মাওলানা ওমর ফারুক নূরী

প্রশংসায় ভাসছেন মাওলানা ওমর ফারুক নূরী

জুনায়েদ কামাল - স্টাফ রিপোর্টার 

অসহায় হতদরিদ্র ও অসুস্থ রোগীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসায় ভাসছেন আন্ নূর মানব কল্যাণ ফাউন্ডেশনের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরী। 

খোঁজ নিয়ে জানা যায়, মাওলানা ওমর নূরী নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ সূর্য্য নারায়ন বহর গ্রামের মরহুম মমিন উল্লাহ মুন্সির ৬ষ্ঠ পুত্র। ছোটকাল থেকে খুবই মেধাবী ছিলেন ওমর ফারুক নূরী। ছাত্র জীবনে তিনি নোয়াখালী দারুল উলুম আল ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শুরু করে ফেনী ওলামা বাজার মাদ্রাসায়  দাওরায়ে হাদীস (মাস্টার্স) শেষ করেন। 

১৯৯৬-৯৭ সালে তিনি তার শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন পর্যন্ত ফেনী লালপোল সুলতানিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে নোয়াখালী চৌমুহনী ইসলামিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে নিয়োগ পান। সেখানেও তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে শিক্ষকতা করার পর লক্ষ্মীপুর জামিয়া আজিজিয়া মদিনাতুল উলুম লামচরী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে নিয়োগ হন। অদ্যাবধি তিনি খুবই সুনামের সহিত আজিজিয়া মাদ্রাসায় হাদিসের দরস প্রদান করে আসছেন। পাশাপাশি তিনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নোয়াখালী সদর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খোঁজ নিয়ে আরো জানা যায়, মাওলানা ওমর ফারুক নূরী নিজ গ্রামের শিক্ষা থেকে বঞ্চিত অসচ্ছল ও হতদরিদ্র শিশুদেরকে শিক্ষায়তনে ফেরানোর উদ্যেশ্যে প্রতিষ্ঠা করেছেন "নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা নামক এক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা ফারুক নূরী মাদ্রাসায় কুরআন হাদীসের দরস ও মসজিদে জুমার ইমামতিতে সীমাবদ্ধ নয়। এই পঞ্চাশোর্ধ বয়সের এই আলেম, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় যখন মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে যায়‌। তখনই তিনি বন্যায় প্লাবিত অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করেছেন "আন্ নূর মানব কল্যাণ ফাউন্ডেশন" নামক এক সমাজসেবী ও মানবসেবী সংগঠন। যার মাধ্যমে অদ্যাবধি বহু পরিবার সহযোগিতা পেয়েছেন। তখনই এই মানবসেবী সংগঠনটি হয়েছেন অসহায় মানুষের একমাত্র আশ্রয়স্থল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়