প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর দুই মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তাহের তারেক 

ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানা এলাকায় একটি মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সকাল ৭ টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি মাছের ঘেরে স্থানীয় লোকজন মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক এলাকাবাসী নিকটস্থ আশুলিয়া থানায়   বিষয়টি জানান ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ এসে সকাল ৯ টার দিকে মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন পাবনার আলামিন পুর থানার রতন মিয়ার ছেলে মিলন হোসেন (১০) অপর জন হলেন জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮) তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার সহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

নিহতের স্বজনরা বলেন মঙ্গলবার রাতে তারা হঠাৎ নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজি করেও তাদের অস্তিত্বের সন্ধান পায়নি। বুধবার সকালে এলাকার একটি মাছের ঘেরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মোহাম্মদ সাইফুল্লাহ আকন্দ জানান স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ