প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সমবায় সমিতির প্রতিষ্ঠাতার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন 

ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ মে) বেলা ১১ টার দিকে জোনাইল বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন প্রতিষ্ঠানের সদস্য এমন কয়েক শতাধিক নারী।

তারা অভিযোগ করে বলেন, জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা মতিউর রহমান একজন সৎ ব্যক্তি। তিনি এই অঞ্চলের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি গঠন করেছিলেন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে আসছে। তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে, অথচ প্রতিষ্ঠাতার টাকা লেনদেনের কোন সুযোগ নেই। যারা এরকম অপপ্রচার তুলে প্রতিষ্ঠাতার মানহানি করল আমরা তাদের এই প্রতিষ্ঠানে দেখতে চাই না, তাদেরকে পদত্যাগ করতে হবে।

জোনাইল জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা মতিউর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে কেউ অভিযোগ তুলতেই পারে তবে এর সত্যতা কতটুকু সেটা জানার অধিকার সবার রয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে আমি টাকা আত্মসাৎ করেছি তারা এটা প্রমাণ করে দেওয়া দরকার।

এসব বিষয়ে কথা বলতে জোনাইল জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি সাহানাজ পারভীন বলেন, প্রতিষ্ঠাতা যে ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে আমরা এমন অভিযোগ করিনি। সংবাদ মাধ্যমে ভুল ভাবে প্রচার হয়েছে পরে তা সংশোধন ও হয়েছে। তবে হ্যাঁ প্রতিষ্ঠানের লোন অফিসার ওমর ফারুক এইখানে অনেক টাকা আত্মসাৎ করেছে। আর এই ওমর ফারুককে বিভিন্ন ভাবে আশ্রয়-প্রশ্রয়সহ পুনর্বাসন করেছেন প্রতিষ্ঠাতা।  যা অডিটেও উঠে এসেছে। আমরা এসব নিয়ে কথা বলায় উল্টা আমাদেরকেই  হেয় করা হচ্ছে। অথচ আমরা প্রশ্ন তুলেছি প্রতিষ্ঠানের স্বার্থে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়