খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
প্রতিনিধি: সাতক্ষীরায় ক্যালেন্ডার উপেক্ষা করে আম সংগ্রহ করছে অসাধু ব্যবসায়ীরা। এতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অপরিপক্ক হিমসাগর আম পাকাচ্ছে।
একদিকে সাতক্ষীরার সুনামধন্য বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম দেশের বাজারে বিশেষ স্থান জুড়ে নিয়েছে, অন্যদিকে সিন্ডিকেট ব্যবসায়ীরা অপরিপক্ক আম কেমিক্যাল ব্যবহার করে অধিক মুনাফার আশায় বাজারজাত করতে মরিয়া হয়ে পড়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত আম বিনষ্ট হচ্ছে। এতে করে সিন্ডিকেট ব্যবসায়ীরা সাতক্ষীরার সুস্বাদু আমের অর্জন চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এরই ধারাবাহিকতায় তালায় নির্ধারিত সময়সীমার আগে হিমসাগর আম আহরণ শেষে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে তালা উপজেলার বারুইহাটি এলাকা থেকে আম জব্দ করা হয়। পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে আম ব্যবসায়ী তৈওবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন।
সর্বশেষে তথ্য মতে সিন্ডিকেট আম ব্যবসায়ীদের চাপে পড়ে, জেলা প্রশাসক বুধবার সন্ধ্যায় জরুরী বৈঠক বসিয়ে হিমসাগর আম সংগ্রহের ক্যালেন্ডার পরিবর্তন করে আগামী ২০ তারিখের পরিবর্তে ১৫ই মে তারিখ থেকে হিম সাগর আম সংগ্রহ করার অনুমতি প্রদান করেন।