প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি শিক্ষক হেদায়েত উল্লাহকে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি: 
ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে ডিপার্টমেন্ট থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফাইন্যান্স বিভাগের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার, পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া তুলে নিব আমরা, এক দফা এক দাবি পাপুল তুই কবে যাবি’ এসব স্লোগান দিতে থাকে।

বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, এরকম শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। উনি আমাদের ডিপার্টমেন্টের মান সম্মান সব নষ্ট করেছে। উনার ক্লাসও আমরা করতে চাই না। উনাকে ডিপার্টমেন্ট থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। একই সাথে অনৈতিক কাজে জড়িতে সেই ছাত্রীকেও ডিপার্টমেন্ট থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক জানান, আমরা এ ব্যাপারে অবগত আছি। আমরা শীঘ্রই এ নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমাদের একটু সময় লাগবে।

উল্লেখ্য, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে এক ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ওই ঘটনা ঘটে।

জানা যায় মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সদস্য। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়