মো হাফিজুর রহমান (গাজীপুর)
গাজীপুরের পূবাইলের সাতানিপাড়া এলাকার বাসিন্দা রাজু সাহা সম্প্রতি তার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে মামলা প্রত্যাহারের দাবি জানান।
লিখিত বক্তব্যে রাজু সাহা জানান, তার ছেলে ঋত্বিক সাহা প্রায় তিন বছর আগে মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার জোকা আমে এক আত্মীয়র বিয়ের বরযাত্রী হিসেবে যান, যেখানে সুস্মিতা আক্তার ওরফে রোজার সঙ্গে পরিচয় হয়। মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে প্রেমের টানে রোজা গাজীপুরে চলে আসেন।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে রোজা ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং পরদিন ঋত্বিক সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের হলফনামায় মেয়ের পিতা মোঃ মিরাজ হাসানের স্বাক্ষরও রয়েছে।
রাজু সাহার অভিযোগ, বিবাহের পর সুস্মিতা আক্তার রোজা মানিকগঞ্জে নিজ বাড়িতে ফিরে গেলে তার পরিবার পুনরায় ইসলাম ধর্মে ফিরিয়ে নেয়। পরবর্তীতে রোজা ঋত্বিকের বাড়িতে চলে আসেন। কিন্তু স্থানীয় উত্তেজনার কারণে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরে স্থানীয় শালিসে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিচ্ছেদ হয়।
তবে বিচ্ছেদের পরও সুস্মিতা আক্তার পূবাইল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। রাজু সাহার দাবি, মামলায় উত্থাপিত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এসব কর্মকাণ্ডে মেয়েটিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মামলায় শুধু ঋত্বিক সাহার নাম থাকলেও পুলিশ তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও হয়রানি করছে। রাজু সাহা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।