প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর ভূসির মিলে স’ন্ত্রা’স ও মা’দ’ক’মু’ক্ত সমাজ গঠনে সমাবেশ অ’নুষ্ঠিত

 মোঃ হাফিজুর রহমান (গাজীপুর) 

গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার ভূসিরমিল উত্তর খাইলকুর মেম্বার বাড়ি রোড এলাকায় স্থানীয়দের উদ্যোগে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে নগরীর ৩৩ নম্বর ও ৩৪ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে স্থানীয় ভূসির মিল এলাকার জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমি স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অ্যাডভোকেট হাসানুর রহমান আল আমিনের পরিচালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, মোঃ শাহীন মিয়া সহ সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি, হাফেজ মাওলানা আতিকুর রহমান রাব্বানী  ইমাম বায়তুল মামুর জামে মসজিদ, হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক সওতুল হেরা মারকাযুল উলুম মাদ্রাসা, মোঃ ফরিদ আহমেদ সাবেক কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোঃ এনামুল হক সাবেক কর্মকর্তা মৎস্য অধিদপ্তর, মোঃ আব্দুল হালিম সাবেক সভাপতি দিগন্ত যুব ও সমাজ কল্যাণ সংঘ, মোঃ আব্দুল মোতালিব মিয়া পরিচালক জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমি, মোঃ আব্দুর রব মিয়া বিশিষ্ট সমাজ সেবক, মোঃ  রিপন পাটোয়ারী পরিচালক হেরার আলো ক্যাডেট মাদ্রাসা, মোঃ ইব্রাহিম হোসেন সাবেক সেনা সদস্য,  মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। যেভাবে সমাজে মাদক ছড়িয়ে পড়ছে এখনই তা রোধ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। এর আগে এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও আলেম সমাজসহ বিভিন্ন শ্রণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এ সমাবেশে অংশ নেন।
পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ