প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাবির সব প্রবেশপথ বন্ধ থাকবে

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে এর আগের দিন সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আইডি কার্ডের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন।যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহনের গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা শিক্ষার্থী নন তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য তাদের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে হলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে। বিষয়টি সবার সহযোগিতার মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়