প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দুই সপ্তাহের মধ্যেই আলুর দাম বাড়বে: কৃষি উপদেষ্টা

মেঘনাপাড়ের গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আলু প্রসঙ্গে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “কৃষকেরা সত্যিই ন্যায্য দাম পাচ্ছেন না। এজন্য কোল্ড স্টোরেজ গেটে কেজিপ্রতি ২২ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে বাজারে আলুর সরবরাহ কম হলেও ধীরে ধীরে দাম এক থেকে দেড় টাকা করে বাড়ছে। আশা করি, আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বৃদ্ধি পাবে।”

খুচরা বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “খুচরা বাজার আমাদের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে। আমরা কেবল বৃহৎ বাজারগুলো নিয়ন্ত্রণে রাখতে পারব। আর সবাইকে চুপ করানো সম্ভব নয়—কেউ না কেউ প্রশ্ন তুলবেই।”
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া ইউএনও মো. আশরাফুল আলম, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম,  কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ উপস্থিত ছিলেন।
 
দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে উপদেষ্টা দুর্গম এলাকার পুলিশ ক্যাম্পটি পরিদর্শনে খুশি স্থানীয়রা। গ্রামবাসীরা এ সময় দল বেঁধে এসে উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুলিশ ক্যাম্পটি স্থাপনের পর অবৈধ বালু উত্তোলন বন্ধসহ অনেক পরিবার আবার নিজ গ্রামে ফিরতে শুরু করেছে। উপদেষ্টা তাদের নিরাপত্তাসহ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়