প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন সম্পূর্ণভাবে মুছে ফেলার দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সবশেষ তিনটি নির্বাচন ভুলে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই মন্তব্য করেন।

তিনি জানান, নির্বাচন পরিচালনায় মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের আকাঙ্ক্ষা রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না; এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো এবং তারপরে নির্বাচন কমিশন।

পুলিশকে জনগণের সেবায় কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের ভুলগুলো ভুলে যেতে হবে। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না, জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ এবারে ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে এবং মন্ত্রণালয় থেকে কোনো নাম সুপারিশ করা হয়নি। তার সময়কালে পোস্টিং হবে লটারির মাধ্যমে। তিনি ব্যর্থতা বেশি প্রচারিত হলেও সফলতা কম প্রচারিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

এছাড়া, অপারেশন ডেভিল হান্ট বন্ধ হলেও এর কার্যক্রম থেমে যায়নি। ফ্যাসিস্টদের দোসররা জামিনে মুক্তি নিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি জানান, পূজার সময় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চলছে, কিন্তু তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়