দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্রসংসদ) নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পরিষ্কার ভাষায় জানিয়েছে এই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা নেই।
সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে, বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে। তবুও কিছু বিভ্রান্তিকর অপপ্রচারের মাধ্যমে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।”
সোমবারের এই বিবৃতিটি শুধু সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজেই নয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
এদিকে, আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন এবং ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও আশাবাদ ব্যক্ত করে বলা হয়, "দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয় সেটাই প্রত্যাশা। এ নির্বাচন যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দৃষ্টান্ত হয়ে ওঠে।"
সবশেষে, নির্বাচন ঘিরে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।