জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না—এমন ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং এনআইডি সেবা আরও সহজ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্মারকে স্পষ্ট করে বলা হয়েছে, এখন থেকে এনআইডি হারানো বা নষ্ট হওয়ার পর নতুন কার্ড পেতে আর জিডি জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে এ নিয়ম বিলুপ্ত করা হলো।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নেয়া বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে মোট ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই সময়ে ইসির হাতে মোট আবেদন জমা পড়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি। এর মধ্যে অধিকাংশই সমাধান হওয়ায় নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে বলে দাবি করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে এনআইডি সংশোধন সংক্রান্ত সেবা আগের তুলনায় সহজ হয়েছে এবং নাগরিকরা এর সুফল পাচ্ছেন।