প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মচারীদের জন্য বিজয়া দশমীতে টানা ৩ দিনের আনন্দময় ছুটি

ছবি :তথ্য ভান্ডার

শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ আনন্দ উপভোগ করবেন তারা।

অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য ছুটির আনন্দ আরও দীর্ঘ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজে থাকবে টানা ১২ দিনের ছুটি। এর সঙ্গে যুক্ত হয়েছে শুক্রবার-শনিবারের ছুটিও। শুধু তাই নয়, এ সময় ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজার ছুটিও একসাথে ভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়