চাকরির পিছনে না ছুটে নতুন কর্মসংস্থান তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি খোঁজার জন্য নয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে পিকেএসএফ ভবনের দ্বিতীয় টাওয়ার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ তার নিজস্ব সক্ষমতা দিয়ে এগিয়ে যাক, আর সরকার সেই সুযোগ সবার জন্য তৈরি করছে।”
তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে উদ্যোক্তা হওয়ার সুযোগ এখন বহুগুণ বেড়েছে। “প্রযুক্তি আজ আমাদের বিশ্বব্যাপী সংযুক্ত করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।”
ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পিকেএসএফ নতুন যাত্রা শুরু করবে এবং মানুষকে উদ্যোক্তা গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা রাখবে।