প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা

ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

ছবি: তথ্য ভান্ডার

জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে ভুয়া নামের অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত মঙ্গলবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁদের ভুয়া প্রমাণ মিলবে, তাঁদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই শহীদ ও যোদ্ধাদের তালিকা গেজেট আকারে প্রকাশ এবং তাঁদের ভাতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার দায়িত্ব মন্ত্রণালয়ের। সম্প্রতি গণমাধ্যমে ভুয়া নাম অন্তর্ভুক্তির বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তাদের নজরে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছিল বলে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে যাচাই বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে কিছু ভুয়া নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে, যা এখনও চলমান। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত নামগুলোও পুনরায় যাচাই করছে জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, প্রকৃত জুলাই শহীদ ও যোদ্ধাদের সঠিক তালিকা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, আর ভুয়া প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়