প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধে স্থবির যান চলাচল

চার দফা দাবিকে সামনে রেখে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধে নামেন।

রাজধানীর তেজগাঁওয়ের ব্যস্ততম সাতরাস্তা মোড়ে আজ বুধবার সকাল থেকেই বিক্ষোভে নামেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চার দফা দাবি তুলে তারা বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন।

হঠাৎ এ অবরোধে সাতরাস্তা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন যাত্রীরা। এমনকি এফডিসি-সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনও স্থবির হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো :

  •  ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
  •  বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
  •  কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা সুপারিশ বাস্তবায়ন করা।
  •  ‘ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন’ চালু করা।

আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, “আমরা আগেও ছয় দফা দাবিতে আন্দোলন করেছি। সরকার প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো কার্যকর করতে হবে। একইসঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবিও প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি মানা না হলে সড়ক থেকে সরে যাব না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়