রাজধানীর তেজগাঁওয়ের ব্যস্ততম সাতরাস্তা মোড়ে আজ বুধবার সকাল থেকেই বিক্ষোভে নামেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চার দফা দাবি তুলে তারা বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন।
হঠাৎ এ অবরোধে সাতরাস্তা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন যাত্রীরা। এমনকি এফডিসি-সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনও স্থবির হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো :
আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, “আমরা আগেও ছয় দফা দাবিতে আন্দোলন করেছি। সরকার প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো কার্যকর করতে হবে। একইসঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবিও প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি মানা না হলে সড়ক থেকে সরে যাব না।”