প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানাহাজতে যুবকের মৃত্যু

চকরিয়ার সাবেক ওসি ও প্রধান শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্জয় চৌধুরীছবি: পরিবারের পক্ষে

তৎকালীন ওসি ও সাবেক প্রধান শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়া থানাহাজতে অফিস সহায়ক দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে নতুন মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা কমল চৌধুরী বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন চকরিয়া থানার তৎকালীন ওসি মো. শফিকুল ইসলাম, এএসআই হানিফ মিয়া, কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দিন ও ইশরাত হোসেন। পাশাপাশি চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও মোস্তফা কামাল, অফিস সহায়ক মো. পারভেজ ও প্রহরী নুর মোহাম্মদকেও আসামি করা হয়েছে। এ ছাড়া পাঁচজন অজ্ঞাত ব্যক্তির নাম মামলায় যুক্ত আছে।

বাদী কমল চৌধুরীর অভিযোগ, আসামিদের যোগসাজশে থানাহাজতে দুর্জয়কে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “নানা চাপ ও প্রলোভন উপেক্ষা করে আমি ছেলের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে মামলা করেছি।”

গত ২২ আগস্ট সকালে চকরিয়া থানাহাজত থেকে দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে থানায় সোপর্দ করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম।

এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। সনাতন সম্প্রদায়ের লোকজন থানা ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ এবং চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে ওসি শফিকুল ইসলামকে বদলি, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়