প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসকে

বিশ্বনেতাদের অঙ্গীকার: “আমরা আছি আপনার পাশে”

ছবি: তথ্য ভান্ডার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি একাত্ম সমর্থন জানিয়েছেন বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতারা। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বিশেষ বৈঠকে তারা বলেন, “আমরা এসেছি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে। আমরা সম্পূর্ণভাবে আপনার পাশে আছি।”

শুক্রবার হোটেল স্যুইটে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রভাবশালী সাবেক রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গারার নেতৃত্বে আসা প্রতিনিধি দলে ছিলেন স্লোভেনিয়ার বোরুত পাহোর, সার্বিয়ার বোরিস তাদিচ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউসহ আরও অনেকে। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

নেতারা অধ্যাপক ইউনূসের আজীবন দারিদ্র্য বিমোচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অগ্রগতিতে অবদানের প্রশংসা করেন। তারা স্বীকার করেন, তার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ইতিবাচক পরিবর্তনের পথে হাঁটছে, যদিও ১৬ বছরের দুর্নীতি ও শোষণের কারণে দেশটি এখনো গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

বাংলাদেশের মানবাধিকার খাতে অর্জনকে “অসাধারণ সাফল্য” হিসেবে মূল্যায়ন করেছেন কেরি কেনেডি। তিনি উল্লেখ করেন, এই অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে।

অন্যদিকে জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলানি ভেরভির ঘোষণা দেন, শিগগিরই তাদের প্রতিষ্ঠান বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে।
এনজিআইসি’র সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন সমর্থনের বার্তা দিয়ে বলেন, “যদি কখনো আমাদের প্রয়োজন হয়, আমরা নিঃশর্তভাবে আপনাদের পাশে থাকব।”

ড. ইউনূস এই অভূতপূর্ব সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের এভাবে একত্রিত হওয়া সত্যিই অবিশ্বাস্য।” তিনি বাংলাদেশের পরিস্থিতিকে টানা ১৫ বছরের ভূমিকম্পের সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, এখন জনগণ রাতারাতি পরিবর্তনের আশা করছে। তবে সীমিত সম্পদের মধ্যেও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন,“আমাদের আপনাদের দিকনির্দেশনা, সমর্থন ও নৈতিক শক্তি প্রয়োজন। এ যাত্রায় আপনাদের অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য হবে।”

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়