প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার্জশিটভুক্ত কর্মকর্তাদের মধ্যে ১৫ জন গ্রেপ্তারে রয়েছে: সেনা সদর

ছবিঃ সংগ্রহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে আছেন বলে জানিয়েছে সেনা সদর।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, “গুমের ওয়ারেন্ট সংক্রান্ত কোনো নথি সেনাবাহিনীর হাতে পৌঁছায়নি। আমাদের কাছে কোনো ওয়ারেন্ট পেপারও নেই। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এলপিআরে থাকা একজনসহ মোট ১৬ জন কর্মকর্তাকে হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে এলপিআরে থাকা একজনসহ ১৫ জন এখন সেনা হেফাজতে, আরেকজন আত্মগোপনে আছেন। বাকি ৯ জন অবসরে গেছেন।”

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, আত্মগোপনে থাকা মেজর জেনারেল কবিরকে খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে, যাতে তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন।

তিনি বলেন, “ওয়ারেন্টভুক্তদের ২২ অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ রয়েছে। তবে এই ওয়ারেন্টের আইনি ব্যাখ্যা প্রয়োজন। আইনগত ব্যাখ্যা পাওয়ার পরই ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

সেনা সদর আরও জানায়, গুমের শিকার প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং সব ধরনের অপরাধের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করে যাচ্ছে।

উল্লেখ্য, গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন। দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে পরোয়ানা জারির ঘটনা এটাই প্রথম।

তাদের আগামী ২১ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়