প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: পুলিশের তদন্তে মিলল রহস্যের জট

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: প্রেমের টানাপোড়েন থেকে খুন, পুলিশের তদন্তে উন্মোচিত পুরো রহস্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২০ অক্টোবর) রাতে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে।

গত রোববার বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন জুবায়েদ। পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ ভবনের সিঁড়ি থেকে পুলিশ উদ্ধার করে তার রক্তমাখা মরদেহ। সিসিটিভি ফুটেজে দুজন তরুণকে পালিয়ে যেতে দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট ছিল না।

তদন্তে জানা যায়, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে পড়াতেন জুবায়েদ। ঘটনার পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। বংশাল থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ছাত্রীসহ সন্দেহভাজন মাহির রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক মাহির রহমানের সঙ্গে ওই ছাত্রীর নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবসান ঘটায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। রোববার বিকেলে টিউশনে যাওয়ার পথে জুবায়েদের সঙ্গে মাহিরের দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটে যায় হত্যাকাণ্ড।

সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে জুবায়েদের জানাজা অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়