সারা দেশে গরমের তীব্রতা যেন থামছেই না। টানা কয়েক দিন ধরে রাজধানী ঢাকায়ও বেড়েছে গরমের দাপট। আজও সেই উত্তাপ থেকে মুক্তি মিলছে না দেশজুড়েই থাকবে একই রকম দাবদাহ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসছে না। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি ঝরতে পারে। অন্যদিকে দেশের বাকিটায় আকাশ থাকবে আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্কই থাকবে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে, আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত।