সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা দেখা যাচ্ছে এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ধরনের আচরণ প্রচলিত আইনের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজের নোটের মতোই ১ ও ২ টাকার ধাতব মুদ্রাও সমানভাবে বৈধ। তাই নগদ লেনদেনে এগুলোর ব্যবহার বন্ধ করা বা গ্রহণে অস্বীকৃতি জানানো আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে দৈনন্দিন লেনদেনে বৈধ মুদ্রা হিসেবে এসব কয়েন নির্ভয়ে ব্যবহার করতে এবং কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যেন এগুলো গ্রহণে অনীহা না দেখায়।