দেশের স্বর্ণবাজারে আবারও নেমেছে দাম। টানা দ্বিতীয় দফায় স্বর্ণের মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায় অর্থাৎ ভরিপ্রতি কমেছে ১ হাজার ৩৯ টাকা।
রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করে জানায়, সোমবার (২৭ অক্টোবর) থেকে তা কার্যকর হবে।
এর আগে গত ২২ অক্টোবরও এক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিপ্রতি ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
নতুন তালিকা অনুযায়ী:
২১ ক্যারেটের ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকায়,
১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকায়,
আর সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ২০ বার। গত বছর সমন্বয়ের সংখ্যা ছিল ৬২, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল দাম এবং ২৭ বার কমেছিল।