প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে নেমেছে স্বর্ণদাম, নতুন তালিকা কার্যকর আজ

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণদামে আবারও সমন্বয় সোমবার (৮ ডিসেম্বর) ভরিতে নামল নতুন মূল্য। সর্বশেষ ২ ডিসেম্বর বাজুস ১ হাজার ৫০ টাকা কমানোর পর আজ থেকে কার্যকর হলো সংশোধিত দর।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন তালিকা প্রকাশ করেছে বাজুস।

 নতুন স্বর্ণদর (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন: ১,৪৩,৬৮৯ টাকা

মূল দামের সঙ্গে ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি কম হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২,১২,১৪৫ টাকা করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।

 রুপার দাম অপরিবর্তিত

২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন: ২,৬০১ টাকা

  • সর্বশেষ