প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক আন্দোলন শুরু

ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি একদিন এগিয়ে এনে আগামীকাল সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।

শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনে তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন, দাবি না মানলে মঙ্গলবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা থাকবে। তবে প্রেসক্লাব এলাকায় শিক্ষক সমাবেশে সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জের ঘটনা ও কয়েকজন শিক্ষক আটক হওয়ার প্রতিবাদে তারা কর্মসূচিটি একদিন আগেই শুরু করার সিদ্ধান্ত নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়