প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচালক বললেন, সালমান-সামিরার সিনেমা সম্ভব হয়নি যে কারণে

ফাইল ছবি

 

বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদ বহু বছর ধরে চেষ্টা করেছিলেন সালমান শাহ ও সামিরা হককে কেন্দ্র করে একটি সিনেমা নির্মাণের। তিনি ‘স্বপ্নের রাজকুমার’ শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন, যা দুই তারকার প্রেমের গল্পকে ছবিতে ফুটিয়ে তুলতো।

ছটকু আহমেদ জানিয়েছেন, সামিরা হক যখন সিনেমার জন্য রাজি হয়েছিলেন, তখন সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে প্রকল্প থমকে যায়। নীলা চৌধুরী ফোনে জানিয়েছিলেন, সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ নিয়ে আইনি ব্যবস্থা রয়েছে। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পরিচালক কাজ স্থগিত রাখতে বাধ্য হন।

সালমান-সামিরার প্রেমের শুরু হয়েছিল চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে, ১৯৯০ সালের ১২ জুলাই। দুই বছরের প্রেমের পর ১৯৯২ সালে তারা বিয়ে করেন। সামিরা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত হলেও সালমান শাহের কাছে তিনি ছিলেন প্রিয়তমা।

পরিচালক আরও উল্লেখ করেছেন, সালমানের জন্মদিনের আগে গল্পটি মনে পড়ে এবং সালমান ও সামিরার স্মৃতিতে সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তবে নীলা চৌধুরীর আপত্তি থাকায় কাজ থামাতে হয়েছে।

১৯৯৬ সালে সালমানের মৃত্যুর পর সামিরা এটিকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন, কিন্তু তার পরিবার তা প্রত্যাখ্যান করে। ২৯ বছর পর, গত ২০ অক্টোবর আদালত হত্যার মামলা করার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়