প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়ক শাকিল খান খুললেন সালমান শাহ নিয়ে চমকপ্রদ মন্তব্য

ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন তাঁর জীবনের গল্প কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়। বাস্তবেও তিনি ছিলেন অত্যন্ত মানবিক, ভক্তদের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অসীম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আমাদের মাঝে নেই তিনি, তবুও ভক্তদের হৃদয়ে তার অমলিন স্থান আজও অক্ষয়।

সালমান শাহর রহস্যময় মৃত্যুকে তাঁর প্রাক্তন স্ত্রী সামিরা হক আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিন দশক পেরোনোর পর সম্প্রতি আদালতের নির্দেশে পুলিশ এই মামলাকে হত্যা মামলা হিসেবে পুনঃপ্রক্রিয়াধীন করেছে।

যদিও সালমানের প্রস্থান অনেক দিন আগে, তিনি আজও সিনেমাপ্রেমীদের মনে জীবন্ত। এমনকি তার মৃত্যুর পর জন্ম নেওয়া নতুন প্রজন্মও তাকে সমানভাবে মনে রাখে। এবার সালমান শাহকে কেন্দ্র করে মুখ খুললেন জনপ্রিয় নায়ক শাকিল খান।

সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’–এ বিশেষ সম্মাননা গ্রহণের সময় সাংবাদিকদের মুখোমুখি হন শাকিল খান। তিনি বলেন,

“সালমান শাহকে শেষ করে দেওয়া, তার প্রতি অন্যায় করা সিনেমার মানুষদেরই দায়। তাকে সারাক্ষণ মানসিকভাবে টর্চার করা হয়েছিল। বিভিন্ন সমিতি তাকে বয়কট করেছিল, দেশের অনেক পরিচালকও তাকে বয়কট করেছিলেন। একজন মানুষকে ভালোভাবে বাঁচানো যায়, কিন্তু তাকে ফ্রাস্ট্রেশনে ফেলা হয়েছে। সত্যের বিচার শেষপর্যন্ত আইনের মাধ্যমে হবে।”

সালমান শাহ ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেছিলেন। খুব দ্রুত তিনি ঢালিউডের হার্টথ্রব হয়ে ওঠেন। মাত্র চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি দর্শক হৃদয় জয় করেছিলেন এবং বক্স অফিসে একের পর এক হিট উপহার দিয়েছিলেন।

  • সর্বশেষ