প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে কড়া পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। দেশটির দুই শীর্ষ তেল কোম্পানি"রসনেফট ও লুকঅয়েল" এর ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, “প্রতিবার পুতিনের সঙ্গে কথা বললে আশা জাগে, কিন্তু ফল শূন্য।” তিনি জানান, শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় এবার কঠোর অর্থনৈতিক চাপের পথেই হাঁটছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার এই ঘোষণা এমন এক সময় এলো, যখন রাশিয়া ইউক্রেনের ওপর নতুন করে বিমান হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছে যাদের মধ্যে শিশুও রয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “পুতিনের এই অর্থহীন যুদ্ধ চালিয়ে যাওয়ার জেদই আমাদের নতুন পদক্ষেপ নিতে বাধ্য করেছে। রসনেফট ও লুকঅয়েল হচ্ছে ক্রেমলিনের যুদ্ধযন্ত্রের রক্তধারা।”

ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, “পুতিন শান্তির ভাষা বোঝেন না। আশা করি, এই নিষেধাজ্ঞা তাকে ভাবতে বাধ্য করবে। সময় এসে গেছে আমরা অনেক ধৈর্য দেখিয়েছি।”

তিনি এই পদক্ষেপকে “অসাধারণ ও প্রয়োজনীয়” বলে উল্লেখ করেন, যোগ করেন, “রাশিয়া যুদ্ধ থামালে আমরা মুহূর্তেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”

রুটে ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এটাই প্রয়োজনীয় চাপ। আজ ট্রাম্প যা করেছেন, তা পুতিনকে ভাবাতে যথেষ্ট।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়