প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা–কামাল ইস্যুতে ভারতকে চিঠি পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার

ছবি: তথ্য ভান্ডার

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার  এমন তথ্য জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দুই সাবেক নেতার এক্সট্রাডিশন নিশ্চিত করতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে।

ড. আসিফ নজরুল জানান, “যেহেতু তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও কনভিকটেড, তাই এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী ভারত এখন অতিরিক্ত দায়িত্ব বহন করে। বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে ভারত যেন নিজ দায়িত্ব পালন করে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েই আমরা চিঠি দিচ্ছি।”

এছাড়া দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরাতে আন্তর্জাতিক সহায়তা পাওয়ার সম্ভাবনাও সরকার বিবেচনায় রেখেছে বলে জানান তিনি। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা চাওয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে।

তিনি আরও বলেন, “অন্তর্জাতিক অপরাধ আদালতে রোম স্ট্যাটিউট অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না তা নিয়েও খুব শিগগিরই আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

  • সর্বশেষ