রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রতিটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসব পদে সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
১। সহকারী শিক্ষক (ইংরেজি)
সাক্ষাৎকার: ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
২। সহকারী শিক্ষক (বিজ্ঞান)
সাক্ষাৎকার: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
৩। সহকারী শিক্ষক (গণিত)
সাক্ষাৎকার: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর।
স্নাতক পর্যায়ে নৈর্বাচনিক বিষয় (৩০০ নম্বর)সহ বি.এড ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সর্বোচ্চ ৩২ বছর।
সর্বসাকুল্যে মাসিক ২০,০০০ টাকা।
৩০ জুন ২০২৬ পর্যন্ত।
১। আগে থেকে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই; নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
২। প্রার্থীদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি (ছবি ও সনদপত্র) সঙ্গে আনতে হবে।
৩। সব কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সীলমোহরযুক্ত হতে হবে।
৪। যোগ্যতা যাচাইয়ের পরেই প্রার্থীরা চূড়ান্তভাবে Walk-in Interview-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।