প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাসরি সাক্ষাৎকারে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

ফাইল ছবি

রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রতিটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসব পদে সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের পদ ও সাক্ষাৎকারের তারিখ:

১। সহকারী শিক্ষক (ইংরেজি)
সাক্ষাৎকার: ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টা

২। সহকারী শিক্ষক (বিজ্ঞান)
সাক্ষাৎকার: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা

৩। সহকারী শিক্ষক (গণিত)
সাক্ষাৎকার: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা

যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর।
স্নাতক পর্যায়ে নৈর্বাচনিক বিষয় (৩০০ নম্বর)সহ বি.এড ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


বয়সসীমা:

সর্বোচ্চ ৩২ বছর।

বেতন:

সর্বসাকুল্যে মাসিক ২০,০০০ টাকা।

প্রকল্পের মেয়াদ:

৩০ জুন ২০২৬ পর্যন্ত।

শর্তাবলি:

১। আগে থেকে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই; নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
২। প্রার্থীদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি (ছবি ও সনদপত্র) সঙ্গে আনতে হবে।
৩। সব কাগজপত্র অবশ্যই প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সীলমোহরযুক্ত হতে হবে।
৪। যোগ্যতা যাচাইয়ের পরেই প্রার্থীরা চূড়ান্তভাবে Walk-in Interview-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়