তাহের তারেক
পুলিশ বিভাগের প্রতি আস্তা ফিরাতে খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. রেজাউল হক পিপিএম এর দিকনির্দেশনায় শুরু হয়েছে পুলিশের স্বচ্ছ ও জবাবদিহিমূলক নতুন ধারা। লটারি পদ্ধতিতে পোস্টিং প্রবর্তনের মাধ্যমে তিনি নিয়োগ ও বদলি ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন।
এর ফলে রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্য ন্যায্য সুযোগ পাবার মাধ্যমে সাধারন জনগণের ঘুষমুক্ত ও পুলিশের কাছে হয়রানি ছাড়া সেবা পাওয়ার দার উন্মোচন করছেন।
বর্তমান নিরপেক্ষতার এই নীতি অনুসরন করে সব ইউনিটে চলছে নিয়মিত জবাবদিহি ও কর্মক্ষমতা মূল্যায়ন। এতে সাধারণ মানুষের প্রতি পুলিশের দায়িত্ববোধ আরও দৃঢ় হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নেতৃত্বে ইতোমধ্যে খুলনা রেঞ্জে বিভিন্ন জেলায় পুলিশের সাফল্যের দৃষ্টান্ত স্বরুপ নিমোক্ত জেলার আইন শৃংখলার বাস্তব চিত্র হিসাবে মাগুরা জেলার শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন; ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে মূল অপরাধী শনাক্ত।
বাগেরহাট: শ্রীলঙ্কার তিন অপহৃত নাগরিক উদ্ধার; আন্তর্জাতিক মানের তদন্ত ও উদ্ধার অভিযান পরিচালনা।
খুলনা: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার জন্য মানবিক উদ্যোগে ঘর নির্মাণ।
সব জেলায়: মানবিক পুলিশিং, জনগণের পাশে দাঁড়ানো ও অপরাধ নিয়ন্ত্রণে সফল অভিযান।
এই সব সাফল্যের মূলে রয়েছে ডিআইজি মহোদয়ের দৃঢ় নেতৃত্ব, সততা ও জনবান্ধব দর্শন। খুলনা রেঞ্জের প্রতিটি পুলিশ সদস্য আজ হয়ে উঠছে আরও পেশাদার, মানবিক এবং দায়বদ্ধ। এই সকল সফলতার পিছনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক এর
এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।