প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারভেজ হত্যার প্রতিবাদে শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত 

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে শেরপুর সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধন ও কালো ভ্যাজ ধারণ কর্মসূচিটি পালন করা হয় । এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় কলেজ ছাত্র দলের আহবায়ক জাকির হোসেন বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।অন্যথায় শেরপুর কলেজ ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু,সহ-সভাপতি জাহিদ হাসান টিটু,থানা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক সাজিদ হাসান,জেলা ছাত্রদলের সাবেক নাট্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনাল,থানা ছাত্রদলের যুগ্ম - আহবায়ক আজিজ মিয়া,শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক স্মরণ মিয়া,কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমরান হাসান,৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরমান মিয়া, নেতা জাহিদ হাসান নয়ন,রায়হান হাসান রাব্বি ও সম্রাট আহম্মেদ সিহাব সহ কলেজ, থানা,পৌর ও জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়