প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরাতে  আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধিঃ

মাগুরাতে জেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাক্স ও হেলমেট পরে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল ২০২৫ তারিখ সকালে পিটিআই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু করেন, আওয়ামী লীগের ব্যানারে এই প্রথম কোন মিছিল গত বছরের ৫ আগস্টের পর মাগুরাতে চোখে পড়ে। এটাই ছিল  গত ৫ আগষ্টের পর মাগুরায় আওয়ামী লীগের সর্ব প্রথম কোন কর্মসূচি।

মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দিতে দেখা যায়। স্লোগান হলো শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, স্লোগানের তারা আরো বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ,অবৈধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন বন্ধের দাবি বলে স্লোগান দিতে থাকে এবং গণপূর্ত অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগের ব্যানারের মিছিলটি শেষ হয়।

  • সর্বশেষ